মোরিগাঁও (অসম): বাংলাদেশ থেকে আসা হিন্দুরা রাজ্যে পুনর্বাসন পেলে অসম ও অসমীয়া পরিচিতি সত্ত্বার কোনও ক্ষতি হবে না। রাজ্যের মানুষ এ ব্যাপারে বিজেপির অবস্থান জেনেবুঝেই গত বছর দলকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছে। সাংবাদিক সম্মেলনে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহেইন। বিজেপি সংসদে এ ব্যাপারে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে দেবে বলে জানান কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। কিন্তু এই বিল অনুমোদন করিয়ে বাংলাদেশি হিন্দুদের অসমে পুনর্বাসন দেওয়া হলে রাজ্যে বিজেপির শরিক অসম গণ পরিষদ (অগপ) জোট ভেঙে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজেন বলেন, এটা ওদের সিদ্ধান্ত, আমি কী বলব? বিজেপি কোনওদিন এই ইস্যুতে কোনও লুকোছাপা করেনি, প্রকাশ্যেই বারবার বলেছে, তারা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অসমে ঠাঁই দেওয়ার পক্ষে। দেশভাগের পর দু দেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখা, যুদ্ধ এড়াতে ১৯৫০ সালে যে নেহরু-লিয়াকত চুক্তি হয়েছিল, সেই অনুযায়ীই বাংলাদেশি হিন্দুদের রক্ষা করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে বলেন, ১৯৮৫ সালের অসম চুক্তিতে ১৯৭১ সালকে বেআইনি বিদেশি চিহ্নিতকরণের কাট-অফ বর্ষ করা হয়। সেই চুক্তিতে সই করে মহা ভুল করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত।