পণের দাবিতে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১৮
Web Desk, ABP Ananda | 06 Mar 2017 08:55 AM (IST)
মথুরা: পণ হিসেবে পাত্রপক্ষের দাবি ছিল একটি মোটর সাইকেল। কনেপক্ষ দিতে রাজি হয়নি। বিয়ের রাতেই সেই নিয়ে বচসা গড়াল সংঘর্ষে। আহত হল দু পক্ষের অন্তত ১৮ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরার শেরানি নগরিয়া গ্রামের। পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়িতে বরযাত্রী এসে দেখে, তাদের দাবি অনুযায়ী মোটর সাইকেল দেওয়া হয়নি। এরপরেই শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্যবিনিময়, যা পরে সংঘর্ষের আকার নেয়। পরে অবশ্য দু পক্ষ নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে ঝামেলা মিটিয়ে নেয়।