রিল্যায়েন্স ডিজিটাল বাজারে আনল নয়া ৪জি স্মার্টফোন, দাম ৩৪৯৯
Web Desk, ABP Ananda | 08 Oct 2016 06:05 PM (IST)
নয়াদিল্লি: নয়া ৪জি স্মার্টফোন লঞ্চ করল রিল্যায়েন্স ডিজিট্যাল। ডুয়েল সিমের এই ফোনটির দাম ৩৪৯৯ টাকা। মডেলটির নাম লাইফ ফ্লেম ৭এস। দেশের সমস্ত রিল্যায়েন্স ডিজিট্যাল স্টোরেই পাওয়া যাবে ফোনটি। একনজরে দেখে নিন বাজারে আসা নতুন ফোনটির বিশেষত্ব: • ৪ ইঞ্চির টাচ স্ক্রিন • ডুয়েল সিম(নর্ম্যাল+মাইক্রো) • ৪৮০ x৮০০ পিক্সেল রেজোলিউশন • ড্রাগনট্রেইল গ্লাস • ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর স্পিডট্রাম প্রসেসর • ১ জিবি র্যাম • ৮ জিবি-৩২ জিবি ইন্টারনল স্টোরেজ • ৫ মেগাপিক্সেল শ্যুটার, সঙ্গে এলইডি ফ্ল্যাশ • এইচডি ভিডিও রেকর্ডিম • সেকেন্ডারি ক্যামেরা ভিজিএ ০.৩ মেগাপিক্সেল, ৪x ডিজিট্যাল জুম সেলফি শ্যুটার • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ • ১৮০০ এমএএইচ ব্যাটারি স্পেশ • ওয়াইফাই, ব্লুটুফ, মাইক্রো ইউএসবি, জিপিএস প্রভৃতি বিভিন্ন কানেকটিভিটি অপশন