নয়াদিল্লি: জিও সিমে যে অফার পাওয়া যাচ্ছে তা পেতে আগ্রহী অনেক মোবাইল গ্রাহকই। সিম পেতে রিলায়েন্সের বিভিন্ন স্টোরে দেখা যাচ্ছে লম্বা লাইন। কোম্পানী গ্রাহকদের কাছ থেকে এক্ষেত্রে আশাতিরিক্ত সাড়া পেয়েছে। কিন্তু এরইমধ্যে জিও সিম ক্রেতাদের মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে। তাঁরা জানতে চাইছেন, পুরানো মোবাইল নম্বর কীভাবে জিও-তে পোর্ট করা যায়? এর উত্তর, হ্যাঁ, কোনও গ্রাহক তাঁর পুরানো নম্বর জিও-তো পোর্ট করাতে পারেন। এরপর তিনি ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ডেটা, কল ও মেসেজের সুধিধা পেতে পারেন।
নম্বর পোর্ট করানোর পদ্ধতি-
স্টেপ ১- মোবাইলের মেসেজ বক্সে গিয়ে PORT এবং যে মোবাইল নম্বর পোর্ট করাতে চান সেই দশ সংখ্যার নম্বর টাইপ করুন। এরপর তা ১৯০০ নম্বরে পাঠিয়ে দিন। এর জবাবে মোবাইলে আসবে পোর্ট আউট কোড।
স্টেপ ২- এবার প্লে স্টোরে গিয়ে মাই জিও অ্যাপ ডাউনলোড করে অফার কোড জেনারেট করতে হবে। ওই কোড টুকে রাখুন।
স্টেপ ৩- এরপর নিকটবর্তী ডিজিটাল স্টোরে যেতে হবে। সেখানে আধার কার্ডের সাহায্যে ইলেকট্রনিক কেওয়াইসি-র মাধ্যমে ভেরিফিকেশন হবে। পোর্ট আউট কোড , ফ্রি ওয়েলকাম অফার কোড স্টোরে জানান এবং নয়া জিও সিম পেয়ে যাবেন। এরমাধ্যমে পুরানো নম্বরেই জিও সিম-এর সুবিধা পেতে পারবেন। তবে এজন্য আপনার ৪ জি এনাবেলড হ্যান্ডসেট থাকতে হবে।
জমা দিতে হবে ১৯ টাকা। ৭ দিনের মাধ্যমে সিম অ্যাক্টিভেট হবে।
কীভাবে পুরানো নম্বর জিও-তে পোর্ট করা যায় ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2016 05:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -