নয়াদিল্লি: ৮৩ দিন হল জিও সিম বাজারে এনেছে রিল্যায়েন্স গ্রুপ। ৫ সেপ্টেম্বর জিও-র ওয়েলকাম অফারের কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি। প্রায় তিনমাসের মধ্যে এর সাবস্ক্রাইবারের সংখ্যা কত জানেন? ৫ কোটিরও বেশি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতি মিনিটে প্রায় ১০০০ জন গ্রাহক জিও-র সিম নিয়েছেন। ১ দিনে সেই সংখ্যাটা ৬ লক্ষ। সব মিলিয়ে ৩ মাস হওয়ার কিছুদিন আগেই ৫ কোটি সিম নিয়েছেন গ্রাহকরা। প্রথম মাসেই জিও ব্যবহারকারীর সংখ্যাটা ছিল ১ কোটি ৬০ লক্ষ।

প্রসঙ্গত, রিল্যায়েন্স জিও বাজারে আসার পরই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। রিল্যায়েন্সের ৫ কোটি সিম ৮৩ দিনের মধ্যে পৌঁছে গিয়েছে গ্রাহকদের হাতে। এই মাইলস্টোন পেরোতে এয়ারটেলের সময় লেগেছে ১২ বছর। ভোদাফোন, আইডিয়া-র লেগেছে ১৩ বছর।