নয়াদিল্লি:  রিলায়েন্স জিও-র সঙ্গে টক্কর দিতে দেশের অন্য টেলিকম সংস্থা এরমধ্যেই বিভিন্ন ধরনের অফার দিয়েছে তাদের কাস্টমারদের। এবার জিওকে টক্কর দিতে বিএসএনএল খুবই সস্তায় নেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল তার ব্যবহারকারীদের। একটি বিশেষ প্যাকের অফার দিয়েছে বিএসএনএল। এই প্যাকে মাত্র ৩৬ টাকা খরচ করে ১ জিবি ডেটা পাওয়া যাবে।


এছাড়া বিএসএনএল তাদের ইন্টারনেট প্ল্যানে বেশ কিছু বাড়তি ডেটা দেওয়ারও প্রস্তাব দিয়েছে তাদের ব্যবহারকারীরা। চলতি স্পেশাল ট্যারিফ ভাউচার যদি কেউ রিচার্জ করায়, তাহলে বর্তমানে যা ডেটা পাওয়া যেত, তার থেকে চারগুন বেশি এখন পাওয়া যাবে। বিএসএনএল-এর ২৯১ টাকার প্ল্যানে আগে ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন থেকে ৮ জিবি ডেটা পাওয়া যাবে, ২৮ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে এই স্কিম। ৭৮ টাকা দিয়ে রিচার্জ করালে বর্তমানে যা পাওয়া যেত, এখন তার দ্বিগুন পাওয়া যাবে।

প্রসঙ্গত, রিলায়েন্স জিও আগামী ৩১ মার্চ পর্যন্ত তাদের ৪ জি সার্ভিসের জন্যে কোনও টাকা নিচ্ছে না। এরফলে প্রতিদিন জিও ব্যবহারকারীরা এক জিবি করে ডেটা পাচ্ছে। তবে ১ জিবি শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড পড়ে যাচ্ছে। অন্য টেলিকম সংস্থাও প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন ইন্টারনেট পরিষেবা দিচ্ছে নামমাত্র ৫০ টাকার বিনিময়।

সেইজন্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বিএসএনএল বাজারে নিয়ে এল নেট পরিষেবার এই নয়া স্কিম। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবে বিএসএনএল-এর ব্যবহারকারীরা।