নয়াদিল্লি: ভোডাফোন ইন্ডিয়া ও তাদের সংস্থা ভোডাফোন মোবাইল সার্ভিসেস লিমিটেড আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া সেলুলারের সঙ্গে মিশে গেল।


শেয়ার বাজারে তারা জানিয়েছে, নয়া সংস্থার ৪৫ শতাংশ মালিকানা থাকবে ভোডাফোনের হাতে, আইডিয়ার হাতে থাকবে ২৬ শতাংশ। এছাড়া আদিত্য বিড়লা গোষ্ঠী সংস্থার ৯.৫ শতাংশ কিনে নিতে পারবে ১৩০ টাকা প্রতি শেয়ার মূল্যে।

নয়া সংস্থার আয় হতে পারে ৮০,০০০ কোটি টাকার বেশি। বাজারের ৪৩ শতাংশ থাকবে এদের দখলে ও সক্রিয় ক্রেতা ৪০ শতাংশ। বরাদ্দ স্পেকট্রামের ২৫ শতাংশের বেশি একা এরাই দাবি করতে পারবে।

ইন্দাস টাওয়ার্সে ভোডাফোনের ৪২ শতাংশ শেয়ার বাদ দিয়ে ভোডাফোন ইন্ডিয়ার সবটাই মিশে যাচ্ছে আইডিয়া সেলুলারের সঙ্গে। আয় ও ক্রেতা সংখ্যার দিক থেকে দেখলে এরাই হতে চলেছে দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা। ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও-র সঙ্গে বাজার দখলের লড়াই আরও জমে উঠবে।

টেলিকম বাজারে নতুনতম মুখ রিলায়েন্স জিও তাদের ফ্রি কল ও ডেটা পরিষেবার অফারে ক্রেতাদের একটা বড় অংশকে ধরে ফেলেছে।