নয়াদিল্লি: বিএসএনএল, ভারতী এয়ারটেলের পর এবার ভোডাফোন। এবার ১জিবির খরচে ১০জিবি ডেটা দেওয়ার অফার দিল তারা। তবে এই অফার মিলবে শুধু নতুন ফোরজি হ্যান্ডসেটে।

তবে ভোডাফোন জানাচ্ছে, নতুন ফোরজি হ্যান্ডসেট মানে সেই মোবাইল ফোন, যাতে গত ছ’মাস ভোডাফোন কানেকশন ছিল না। অর্থাৎ নতুন ভোডাফোন গ্রাহকরাই এই সুযোগ পাবেন। ৩ মাস ধরে ১জিবির খরচে অতিরিক্ত ৯জিবি ডেটা ব্যবহার করতে পারবেন তাঁরা।

যে সব সার্কলে ভোডাফোনের নিজস্ব থ্রি ও ফোরজি পরিষেবা রয়েছে, সেখানকার গ্রাহকরাই এই সুযোগ পাবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রি ও পোস্টপেড- দু’জায়গাতেই মিলবে এই সুবিধে।

দিল্লি, মুম্বই ও কলকাতা সার্কলে ফোরজি হ্যান্ডসেট ব্যবহারকারীরা ১জিবির খরচে ১০জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ৯জিবি ডেটাও ফোরজি নেটওয়ার্কে পাবেন এঁরা। বাকি এলাকায় অর্থাৎ, পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, গুজরাট, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, অসম, উত্তর পূর্বাঞ্চল ও রাজস্থানে গ্রাহকরা অতিরিক্ত ৯জিবি ডেটা পাবেন থ্রিজি নেটওয়ার্কে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। তবে এ ক্ষেত্রেও ফোরজি হ্যান্ডসেট লাগবেই।