জিও-র ডিটিএইচ বক্সের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, জিও-র সেট টপ বক্স অন্যান্য কোম্পানির মতোই। বক্সের ওপর জিও ব্র্যান্ডিং স্পষ্ট দেখা যাচ্ছে। এই ডিভাইসের পিছনে কেবল পোর্টের সঙ্গে ইউএসবি পোর্ট এবং ভিডিও, অডিও আউটপুট পোর্টও দেখা যাচ্ছে। এতে Ethernet পোর্টও দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্রডব্র্যান্ড মোডেমেও যু্ক্ত করা যায়।
এর আগে জিও-র ডিটিএইচ বক্স নিয়ে যে খবর বেরিয়েছিল তাতে জানা গিয়েছিল যে, এতে ৩৬০ চ্যানেল থাকবে এবং এরমধ্যে ৫০ এইচডি। ডেটার মতোই জিও-র ডিটিএইচ পরিষেবাও সস্তা হবে বলে আশা করা হচ্ছে। খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হতে পারে এবং মুম্বইতেই প্রথম এই পরিষেবা চালু হবে বলে আশা।