১,৯৯৯ টাকায় এবার রিলায়েন্স জিওফাই, জেনে নিন, কীভাবে পাওয়া যাবে, অ্যাক্টিভেট করা যাবে
ABP Ananda, web desk | 17 Sep 2016 11:30 AM (IST)
নয়াদিল্লি: দেশের টেলিকম মার্কেট হাতের মুঠোয় আনার লক্ষ্যে আরও একধাপ এগোল রিলায়েন্স। কিছুদিন আগেই জিও ৪ জি পরিষেবা চালু করে দেশে শোরগোল ফেলেছে রিলায়েন্স। এবার কোম্পানি নিয়ে এল জিওফাই পোর্টেবল ওয়াই-ফাই হটস্পট পরিষেবা। দাম মাত্র ১,৯৯৯ টাকা। জিও ৪ জি-র মতো এতেও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মিলবে নিখরচার জিও পরিষেবা। ওয়াই-ফাই হটস্পট-এর নাম জিওফাই। এর মাধ্যমে ওয়াই-ফাই রয়েছে এমন ১০ টি ডিভাইসে পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। ইউএসবি-র মাধ্যমেও ব্যবহার করা যাবে ডিভাইসে। জিওফাই-তে রয়েছে OLED ডিসপ্লে। এখানে ডেটা সংক্রান্ত নেটওয়ার্ক সিগন্যাল কতটা রয়েছে, ওয়াই-ফাই স্ট্যাটাস সহ আরও অনেক কিছু দেখা যাবে। জিওফাই-এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী ব্যক্তিগত ওয়াই-ফাই হটস্পট তৈরি করে জিও ৪জির মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। জিও ৪জি অ্যাপের মাধ্যমে এইচডি ভয়েস কল ,ভিডিও কল এবং মেসেজও করা যাবে। এই ওয়াই-ফাই হটস্পটের ব্যাটারি ২,৩০০ mAh। এই ব্যাটারির মাধ্যমে যন্ত্রটি টানা ৬ ঘন্টা কাজ করতে পারে বলে কোম্পানির দাবি। নিকটবর্তী রিলায়েন্স রিটেল, ডিজিটাল, ডিজিটাল এক্সপ্রেস মিনি স্টোর থেকে আগ্রহীরা জিওফাই কিনতে পারবেন। ক্রেতাদের ঠিকানার বৈধ প্রমাণপত্র ও পরিচয় পত্রের আসল ও জেরক্স নিয়ে যেতে হবে।সঙ্গে থাকতে হবে পাসপোর্ট সাইজের ফটো। জিওফাই কেনার পর ডেটা অ্যাক্টিভেট করতে এই পরিষেবার সঙ্গে রেজিস্ট্রিকৃত মোবাইল ডিভাইস থেকে ‘18008901977’ নম্বরে ফোন করতে হবে। এরপর ‘Jio4GVoice’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তা অ্যাক্টিভেট করতে ১৯৭৭ নম্বরে ফোন করতে হবে।