- ফ্রি আনলিমিটেড ডেটা এবং এক বছরের জন্যে ফ্রি ভয়েস সার্ভিস। তারজন্যে দিনপ্রতি ১০ টাকা করে দিতে হবে
- রিচার্জের বিশেষ প্ল্যান, সঙ্গে বাড়তি দীর্ঘমেয়াদি ডেটা
- জিও অ্যাপ স্যুটে ফ্রি অ্যাক্সেস। আপাতত ৩১ মার্চ এই প্রাইম মেম্বারশিপের মেয়াদ শেষ হওয়ার পর জিও-র গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে দেখে নেব।
৩১ মার্চ রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপের মেয়াদ শেষ, এরপর গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে, জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2018 01:24 PM (IST)
নয়াদিল্লি: ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে চালু হয়েছিল টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশন। এবছর ৩১ মার্চ তার মেয়াদ শেষ হচ্ছে। এবার তাহলে এই টেলিকম সংস্থার গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে। শিগগিরই কি জিও-র তরফে নয়া কোনও লাভজনক প্যাকেজ ঘোষণা করা হবে? গত বছর রিলায়েন্স জিও লাভজনক বিভিন্ন প্যাকেজ ঘোষণার পর টেলিকম ইন্ডাস্ট্রিকে কার্যত নিজেদের আওতে এনে ফেলে। তারপর জিও-র সঙ্গে টক্কর দিতেই অন্যান্য সংস্থাও বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে গ্রাহকদের। বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রথম ছ মাস ফ্রি অফার দেয় জিও। তারপর চালু করা হয় ৯৯ টাকার প্রাইম মেম্বারশিপ। এই স্কিমে কম টাকায় রিচার্জের সুবিধা ও পরবর্তী এক বছরের জন্যে বাড়তি সুবিধার কথাও ঘোষণা করে জিও। এক নজরে দেখে নেব প্রাইম মেম্বারশিপে কী কী বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছিল জিও