কৃষকদের জন্য স্বস্তি, বাতিল ৫০০ টাকার নোটে কিনতে পারবেন বীজ
Web Desk, ABP Ananda | 21 Nov 2016 04:47 PM (IST)
নয়াদিল্লি: কৃষকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। বাতিল ৫০০ টাকার নোটেই চাষের জন্য বীজ কিনতে পারবেন তাঁরা, ঘোষণা কেন্দ্রের। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, রবিশস্যের জন্য কৃষকরা পুরোনো ৫০০ টাকার নোটেই কিনতে পারবেন চাষের বীজ। কেন্দ্র বা রাজ্যের বিভিন্ন বীজের দোকান এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বৈধ পরিচয় পত্র দেখিয়ে বীজ কিনতে পারবেন তাঁরা।