হায়দরাবাদ: ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিলে দেশ ভেঙে আর একটি পাকিস্তানের জন্ম হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এই আশঙ্কার কথা জানালেন। এর ফলে সামাজিক স্থিতি নষ্ট হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
তেলেঙ্গানা সরকার যেভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, তা সংবিধানসম্মত নয়। এমনই ইঙ্গিত দেন বেঙ্কাইয়া। তাঁর কথায়, সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরও ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চান, তাই বিরোধ করা হচ্ছে না। বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তেলেঙ্গানা সৃষ্টির আগে সংযুক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি বা অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যখন এ ব্যাপারে পদক্ষেপ করতে গিয়েছেন, তার বিরোধিতা করেছে বিজেপি।
তাঁর কথায়, যে পদক্ষেপের ফলে আর একটা পাকিস্তানের জন্ম হতে পারে, বিজেপি তার বিরোধিতা করবে। এটাই বিজেপির সর্বভারতীয় নীতি।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হলে ধর্মীয় ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি বাড়বে। এর ফলে ফের উঠবে দেশভাগের দাবি। সমাজেও জন্ম নেবে অশান্তি।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কিছুদিন আগে জানিয়েছেন, তাঁর সরকার মুসলমানদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ বাড়ানোর জন্য একটি বিল আনবে। যদি কেন্দ্র তাতে সম্মতি না দেয়, তবে রাজ্য সুপ্রিম কোর্টে যাবে বলেও জানিয়েছেন তিনি।
ধর্মের ভিত্তিতে সংরক্ষণ তৈরি করতে পারে আর এক পাকিস্তান, বললেন বেঙ্কাইয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 06:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -