প্রয়াগরাজ: শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয় বলে শনিবার জানিয়ে দিল ইলাহাবাদ হাইকোর্ট। বিয়ের তিন মাস পরে পুলিশি নিরাপত্তা চেয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। হাইকোর্ট ওই আর্জিও খারিজ করে দিয়েছে। ওই দম্পতি আদালতে আরও আবেদন করেছিলেন, তাঁদের বৈবাহিক জীবনে তাঁদের পরিবারের লোকজন নাক গলাচ্ছেন। এ ধরনের হস্তক্ষেপ রুখতে হাইকোর্ট তাঁদের পরিবারের লোকজনকে নির্দেশ দিক, এই আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু ইলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চায় না।
জন্মসূত্রে মুসলিম ওই মহিলা বিয়ের এক মাস আগে হিন্দুধর্ম গ্রহণ করেছিলেন। অভিযোগে ওই দম্পতি আদালতে জানিয়েছিলেন, তাঁরা গত জুলাইয়ে বিয়ে করেন। ওই আবেদনের প্রক্ষিতে বিচারপতি এস সি ত্রিপাঠী বলেন, ‘‘২০২০ সালের ২৯ জুন ওই মহিলা ধর্ম পরিবর্তন করেছিলেন। তার পরে ৩১ জুলাই বিয়ে করেন। বিয়ের জন্যই যে তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে।’’ এর পরেই বিচারপতি জানিয়ে দেন, বিষয়টিতে আদালত কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চান না।
২০০৪ সালে নূর জাহান বেগমের আবেদনের ভিত্তিতেও একই রায় দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছিল, এক মাত্র ধর্মীয় বিশ্বাস থেকেই ধর্ম পরিবর্তন করা যায়। এ দিন ২০১৪-র নূর জাহান বেগম মামলার রায়ের কথা উল্লেখ করেছেন বিচারপতি ত্রিপাঠী।
আদালত পিটিশনকারীদের সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাঁদের বয়ান নথিভূক্ত করার নির্দেশ দিয়েছে।