হরিয়ানায় গীতার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাও পড়ানো হবে সরকারি স্কুলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2016 02:02 PM (IST)
চন্ডীগড়: হরিয়ানায় ভগবত গীতার পাশাপাশি অন্য ধর্মের বাণী, শিক্ষা-জ্ঞানও পড়ানো হবে সরকারি স্কুলে। রাজ্যের বিজেপি সরকার এর আগে পড়ুয়াদের নৈতিক চেতনার মান উন্নত করার প্রয়াসের অঙ্গ হিসাবে স্কুলের পাঠ্যক্রমে ভগবত গীতা পড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানাতেই তুমুল আপত্তি তোলে বিরোধীরা। সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণ করতে চাইছে বলে অভিযোগ তোলে বিরোধী শিবির। সমালোচনার মুখেই নতুন পরিকল্পনার কথা জানালেন গুরগাঁওয়ের স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর ডিরেক্টর স্নেহ লতা। তিনি বলেছেন, কুরুক্ষেত্রে ৫ জুলাই একটি বই প্রকাশ করা হবে, যাতে গীতার ওপর একটি অধ্যায় থাকবে। বইটি তৈরি। তিনি জানান, হিন্দিতে লেখা বইটিতে ইসলাম, খ্রিস্টধর্ম সহ অন্য ধর্মগুলির শিক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি ও তার ওপরের ক্লাসের ছেলেমেয়েরা ওই বই পড়বে। বইটি প্রকাশের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও থাকবেন বলে জানান তিনি।