নিষ্ঠার সঙ্গে সাত বছর অপেক্ষা করেও টুজি দুর্নীতির প্রমাণ পাইনি, মন্তব্য বিচারপতির
Web Desk, ABP Ananda | 21 Dec 2017 07:13 PM (IST)
নয়াদিল্লি: টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় তাঁর দিক থেকে কোনও খামতি ছিল না বলে দাবি করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি। তাঁর দাবি, সাত বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও, তাঁর সামনে আইনত গ্রহণযোগ্য কোনও প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই। আজই টুজি দুর্নীতি মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি সহ বাকি অভিযুক্তদের রেহাই দিয়েছেন বিচারপতি সাইনি। তিনি ১,৫৫২ পাতার রিপোর্টে বলেছেন, ‘গত সাত বছর ধরে আমি গরমের ছুটি সহ প্রতিটি কাজের দিনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতে বসে থেকেছি। প্রমাণের অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনও প্রমাণ পেলাম না। কেউই আদালতে এসে অকাট্য প্রমাণ পেশ করেননি। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, সবাই গুজব, জল্পনা ও রটনায় বিশ্বাস করেছিলেন। কিন্তু বিচারব্যবস্থায় জনমতের কোনও স্থান নেই।’