নয়াদিল্লি: মহিলাদের সম্পর্কে নিজের দলের নেতা বিনয় কাটিয়ার, জেডি (ইউ) সভাপতি শরদ যাদবের আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করলেন বেঙ্কাইয়া নাইডু। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কারও সম্পর্কেই কোনও অবমাননাসূচক মন্তব্য দলের কাছে গ্রহণযোগ্য নয়। মিডিয়ার মাধ্যমে বিনয়  কাটিয়ার ও শরদ যাদবের যে মন্তব্যের কথা শুনলাম, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। না দল, না সরকার-কেউই ওঁদের সমর্থন করে না। আশা করব, দুই প্রবীণ নেতাই তাঁদের মন্তব্য প্রত্যাহার করে নেবেন। রাজনীতিতে আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী বটে, শত্রু নই। মহিলাদের সম্পর্কে  মন্তব্য করার সময় আমাদের মূল্যবোধের কথা মনে রাখতে হবে।


কাটিয়ার এদিন প্রিয়ঙ্কা গাঁধী সম্পর্কে যৌনগন্ধী মন্তব্য করে বলেন, প্রিয়ঙ্কা সুন্দরী বলে কংগ্রেস প্রচারে সামনে আনছে। বিজেপিতে ওর চেয়ে অনেক বেশি সুন্দরী মহিলা আছে। কংগ্রেস তীব্র নিন্দা করে তিনি ‘ভারতীয় নারীত্বের অপমান করেছেন’ বলে অভিযোগ করে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে তারা। পাশাপাশি শরদ যাদবও বিতর্কে জড়িয়ে পড়েন নিজের মেয়ের সম্মানের চেয়েও বেশি দামি ভোটাধিকার, এহেন মন্তব্যে।