নয়াদিল্লি: গত ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে বাজারে নতুন নোটের জোগান দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রায় সম্পূর্ণ বলে দাবি করল কেন্দ্র।


শুক্রবার, কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানান, ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বাধিক ২৪ হাজার টাকা (মাসে ৯৬ হাজার টাকা) তোলার সীমা ছাড়া আর কোনও নিষেধাজ্ঞা বর্তমানে নেই। তাঁর আশ্বাস, শীঘ্রই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হবে।


শক্তিকান্ত বলেন, খুব কম সংখ্যক মানুষ মাসে ১ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলেন। ফলে, কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। তাঁর দাবি, রি-মোনেটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ।


শক্তিকান্ত বলেন, নোট বাতিলের ৯০ দিনের মধ্যে নোট জোগান প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। এর থেকেই প্রমাণিত, কত দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।