লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে দিল্লির হুমায়ুন স্মৃতিসৌধকে জাতীয় হেরিটেজ তালিকা থেকে বাদ দিয়ে ভেঙে ফেলার প্রস্তাব দিল উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। নয়াদিল্লির মুসলিমদের জন্য ওখানে কবরখানা তৈরি হোক, দাবি তাদের। বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভির সওয়াল, ওই সৌধ থেকে সরকারের কোনও আয় হয় না, উপরন্তু লাখ লাখ টাকা কোষাগার থেকে বেরিয়ে যায় তার রক্ষণাবেক্ষণের জন্য। ১৮ অক্টোবরের চিঠিতে তিনি এও বলেছেন, যে নিষ্ঠুর রাজা-রাজড়ারা দেশকে লুঠ করেছেন, তাদের সৌধের পিছনে না ঢেলে ওই অর্থ ব্যয় করা হোক উন্নয়নের পিছনে। বোর্ডের এই প্রস্তাবে উপকার হবে লাখ লাখ মুসলিমের, কবরখানার অভাবে যাদের সমস্যা হচ্ছে। প্রস্তাবটি কার্যকর হলে আগামী ১০০ বছরে মৃতদের সমাধিস্থ করতে জায়গার সমস্যা হবে না রাজধানীর মুসলিমদের। চিঠিতে বলা হয়েছে, ৩৫ একরের বেশি জায়গার ওপর রয়েছে ওই সৌধ। সেখানে প্রার্থনার কোনও জায়গা নেই, কেননা ওখানে কবর রয়েছে। সুতরাং স্থানটিকে কবরখানা ঘোষণা করা যেতেই পারে। রিজভির মত, মুঘল শাসকরা মুসলিম ধর্মের প্রচারক ছিলেন না, ভাল শাসকও নন। ওঁদের সৌধস্থলকে জাতীয় হেরিটেজ বলা যায় না। রিজভি জানিয়েছেন, দিল্লির মুসলিমদের কবরখানার জন্য উত্তরপ্রদেশে জমির ব্যবস্থা করতে বোর্ডকে আবেদন করেছে দিল্লির দুটি সংস্থা। কিন্তু উত্তরপ্রদেশে কবরখানার ব্যবস্থা করার জন্য কোনও জমি অবশিষ্ট নেই, তাই প্রধানমন্ত্রীকে ওই প্রস্তাব পাঠানো হয়েছে।