'আজহার' নিয়ে সঙ্গীতা অখুশি ! 'ভিত্তিহীন', বললেন ইমরান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2016 12:58 PM (IST)
মুম্বই: 'আজহার' নিয়ে সঙ্গীতা বিজলানির 'অখুশি' হওয়ার তত্ত্ব উড়িয়ে দিলেন ইমরান। ক্রিকেট তারকা মহম্মদ আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক 'আজহার'। টনি ডি'সুজা পরিচালিত এই ছবিতে আজহারের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। সম্প্রতি শোনা যায়, সেই ছবি নিয়ে নাকি অসন্তোষ প্রকাশ করেছেন আজহারের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানি। তিনি নাকি আজহারের বায়োপিক নিয়ে খুশি নন। এতে আজহারের সঙ্গে তাঁর পুরোনো ফেলে আসা দিনের স্মৃতি মনে জেগে ওঠার ফলে তিনি মানসিক যন্ত্রণা পাচ্ছেন। বিয়ে এবং একসঙ্গে কাটানো সুখস্মৃতি তাঁকে বেদনাহত করে তুলছে। ২০১০-এ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেইসব পুরোনো কথা তাঁর কাছে বেদনাদায়ক। এমনই খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। কিন্তু এই তত্ত্বই কার্যত উড়িয়ে দিয়েছেন ইমরান। তিনি বলেছেন, এখবর একেবারেই ঠিক নয়। 'আজহার ভাই' এব্যাপারে অনেক বেশি সাবধানী। সঙ্গীতা এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাই বলেননি। পুরোটাই ভিত্তিহীন। আজহারের বায়োপিকে সঙ্গীতার চরিত্রে অভিনয় করছেন নার্গিস ফকরি। সম্ভবত আগামী ১৩ মে মুক্তি পাবে এই ছবি।