নয়াদিল্লি:  শুক্রবার শোনা গিয়েছিল চলতি বছরে মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ওপর অর্ডিন্যান্স জারি করে একবছরের জন্যে স্থগিতাদেশ আনতে চলেছে কেন্দ্র। কিন্তু রাতেই এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি জানিয়েছেন, কেন্দ্র মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ছেঁটে ফেলার কোনওরকম চেষ্টাই করছে না। তিনি আরও বলেন নিট-এর দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষা আগামী ২৪ জুলাই হওয়ার কথা তা নির্ধারিত সময়ই হবে।


অভিন্ন জয়েন্ট প্রবেশিকা থেকে এবছরের মতো পড়ুয়াদের ছাড় দিতে, চলতি বছরে মেডিক্যাল জয়েন্ট নিক রাজ্য সরকারগুলোই। এই মর্মেই গতকাল অর্ডিন্যান্স আনে কেন্দ্রীয় সরকার। তারপর তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। প্রণব মুখোপাধ্যায় সই করলেই জারি হয়ে যাওয়ার কথা অর্ডিন্যান্সের। যার জেরে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল নিট-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাও। কিন্তু রাতে নাড্ডা টুইট করে জানালেন, মেডিক্যালের জন্যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ছেঁটে ফেলার কোনও চেষ্টাই কেন্দ্র করছে না।

নাড্ডা জানিয়েছেন, অর্ডিন্যান্স সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট দু একদিনের মধ্যেই তাঁদের হাতে চলে আসবে। এরপরই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এবিষয় চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত রাজ্যগুলিকে আগামী দুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।