Republic Day 2021: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের আমন্ত্রণ গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব বলেছেন, ব্রিটেনের আয়োজিত আগামী বছরের জি ৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গ্রহণ করেছেন, এটা দারুণ একটা সম্মানজনক ব্যাপার।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদি জনসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। জানা গেছে, গত ২৭ নভেম্বর টেলিফোনে কথপোকথনের সময় এই আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
গত ২৭ বছরে এই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী আসন্ন ৭০ তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯৯৩-তে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী গত ২৭ নভেম্বর ট্যুইট করে বলেছিলেন, ভারত ও ব্রিটেন এক সুনিবিড় অংশীদারিত্বের পথে যাত্রা করেছে। তিনি বলেছিলেন, বাণিজ্য, লগ্নি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ুর পরিবর্তন ও কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই সহ সমস্ত বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিতে আমরা সহমত হয়েছি।
জনসন আমন্ত্রন গ্রহণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই ঘটনা ভারত ও ব্রিটেনের সম্পর্কে নয়া অধ্যায়ের প্রতীক হবে।
ডমিনিক রাব ভারত সফরে রয়েছেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ডমিনিক রাম বলেছেন, আমরা ভারতের সঙ্গে আর্থিক সম্পর্ক মজবুত করত চাই। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।