নয়াদিল্লি: শুক্রবার দিল্লিতে ৬৯-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ষষ্ঠ সারিতে বসানোর সমালোচনা হলেও, নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) অনুরোধেই নিরাপত্তার কারণে রাহুলকে ষষ্ঠ সারিতে বসানো হয়েছিল। জরুরি পরিস্থিতিতে তাঁকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সহজ করার জন্যই এই ব্যবস্থা করা হয়।

রাহুলকে ষষ্ঠ সারিতে বসানো নিয়ে অবশ্য এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সস্তা রাজনীতির অভিযোগ করে। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা বলেন, ‘সরকারের নোংরা রাজনীতির অংশ এটা। কংগ্রেসের দাবি, এই ঘটনায় দীর্ঘদিনের প্রটোকল ভাঙা হল, ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে রাহুলকে। সনিয়া গাঁধী দলের সভপতি থাকাকালীন সবসময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম সারিতে বসতেন।’ যদিও প্রতিরক্ষা মন্ত্রক রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে।