সুঞ্জওয়ান: সেনা ছাউনিতে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে সেনা এনকাউন্টার যত এগিয়েছে, স্থানীয় বাসিন্দারা তত এগিয়ে এসেছেন পুলিশ ও আধাসেনার জন্য খাবার, চা-বিস্কুট নিয়ে। তাঁদের বক্তব্য, জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াই করা তাঁদের পক্ষে সম্ভব নয়, যতটুকু সম্ভব তাই করছেন তাঁরা।


জম্মুর স্থানীয় মানুষ কয়েকশো পুলিশ কর্মী ও আধাসেনার মধ্যে সরবরাহ করছেন চা, জলখাবার। সেনা ছাউনির মূল দরজার বাইরে তাঁরা এসে দাঁড়িয়েছেন, জওয়ানদের যেমন সাহায্য করছেন, তেমনই বাদ যাচ্ছেন না সংবাদমাধ্যমের কর্মীরাও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দেশের জন্য এই সামান্য সাহায্যটুকুই করতে পারছেন তাঁরা।

পাশাপাশি সেনার দিকে পাথর ছোঁড়া কাশ্মীর উপত্যকার বিপথগামী যুবসমাজের কাছেও তাঁরা এভাবে বার্তা পৌঁছে দিতে চান। তাঁদের কথায়, নিরাপত্তা বাহিনী দেশবাসীর নিরাপত্তার জন্য নিজেদের বলি দিচ্ছে, তাই এ ধরনের পরিস্থিতিতে তাদের সাহায্য করতে যতটা সম্ভব চেষ্টা করছেন তাঁরা। তাঁরা ভারতীয়, তাই এটা তাঁদের দেখা কর্তব্য, যাতে দেশের সেনা নিজেদের কাজ করার সময় অভুক্ত না থাকে।

গতকাল জম্মু এই বাসিন্দারা ৫০০ মানুষকে দুপুরের ও রাতের খাবার সরবরাহ করেন, দেন জলখাবার। সকালে আবার তাঁরা কিনে এনেছেন রসদ, জওয়ানদের সরবরাহ করার জন্য।