নয়াদিল্লি: রাহুল গাঁধীর কংগ্রেস সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলে জানালেন প্রিয়ঙ্কা গাঁধী। ভাইয়ের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁর ‘সাহসে’র উল্লেখ করেছেন তিনি।
গতকালই ট্যুইটারে চার পৃষ্ঠার চিঠি খোলা পোস্ট করে কেন সভাপতি পদ ছাড়লেন, তার বিস্তারিত কারণ ব্যাখ্যা করেছেন রাহুল। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির প্রেক্ষাপটে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইস্তফা দিয়েছেন তিনি, দ্রুত তাঁর উত্তরাধিকারী নিয়োগ করতেও বলেছেন দলকে।
প্রিয়ঙ্কা ভাইয়ের ট্যুইট রিট্যুইট করে সঙ্গে নিজের বার্তা জুড়ে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, রাহুল যা করেছ, খুব কম লোকেরই সেটা করার সাহস আছে। তোমার সিদ্ধান্তের প্রতি গভীরতম শ্রদ্ধা জানাই।



কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে কয়েকজনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করে পরবর্তী কংগ্রেস সভাপতি খুঁজে বের করতে বলেছেন রাহুল। এও বলেছেন, কংগ্রেসকে আমূল বদতে ফেলতে হবে নিজেকে।