নয়াদিল্লি: ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সীমান্ত নিয়ে বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। বিদেশ সচিব এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারতের সীমানার অখণ্ডতাকে মর্যাদা দিতে হবে চিনকে। ভারতের উত্থানকে চিনের উন্নয়নের ক্ষেত্রে ভীতি হিসেবে দেখলে চলবে না। চিন নিজেদের দেশের অখণ্ডতার বিষয়ে অত্যন্ত সচেতন। তাই ভারতের আশা, অন্যদের সার্বভৌমত্বের বিষয়েও একইরকম মনোভাব দেখাবে চিন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই বলেন, ভারত ও চিন দু দেশকেই একে অপরের উদ্বেগের বিষয় এবং স্বার্থের প্রতি সম্মান দেখাতে হবে। এরপর বুধবার চিনকে সীমান্তের বিষয়ে বার্তা দিলেন বিদেশ সচিব। তিনি বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের ক্ষেত্রে ভারতের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আমূল বদলে যাবে বলে মনে করছেন জয়শঙ্কর। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। রাশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ভারতের স্বার্থের বিরোধী নয়।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে বিদেশ সচিব বলেছেন, ‘সন্ত্রাসবাদ হল একটি সাপের মতো। যে একে খেতে দেয়, তার হাতেই কামড়ে দেয় এই সাপ। ভারতের কূটনীতির অন্যতম অঙ্গ হল সন্ত্রাস দমন।’
সার্ককে নিষ্ক্রিয় করে রাখার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালকে সঙ্গে নিয়ে এই সমস্যা দূর করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। বিমস্টেকের মাধ্যমে আরও সাফল্য পাওয়া যাবে বলেও আশা করছেন বিদেশ সচিব।
ভারতের উত্থানে শঙ্কিত হওয়ার কিছু নেই, চিনকে বার্তা বিদেশ সচিবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2017 09:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -