ছোটা উদয়পুর (গুজরাত): দলের প্রবীণ নেতা মণিশঙ্কর আয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'নীচ কিসম কা আদমি' বলে আক্রমণ করায় অস্বস্তিতে পড়ে গতকাল তাঁকে সাসপেন্ড করেছে কংগ্রেস। আজ কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী সওয়াল করেন, কংগ্রেস প্রধানমন্ত্রী পদকে সম্মান করে। মোদীজী আমাদের সম্পর্কে যা ইচ্ছা বলুন না কেন, কংগ্রেস কাউকে প্রধানমন্ত্রীকে অসম্মান করার অনুমতি দেয়নি। সেজন্যই মণিশঙ্কর আয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল। ছোটা উদয়পুরের নির্বাচনী জনসভায় কংগ্রেস সহ সভাপতি গুজরাতের ভোটে তাঁরা জিতছেন বলে দাবি করে বলেন, কেউ ঠেকাতে পারবে না আমাদের। বিরাট একটা ঝড় আসছে।
গতকাল মণিশঙ্করের বিস্ফোরক মন্তব্যে শোরগোল শুরু হতেই দ্রুত তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করে কংগ্রেস। যদিও বিজেপি শীর্ষনেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তাতে গুরুত্ব না দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে ওই মন্তব্যে গুজরাত ভোটে বিরাট ক্ষতি হতে পারে, বুঝেই মুখ বাঁচাতে ড্যামেজ কন্ট্রোল করল কংগ্রেস। এই সাসপেনসন কৌশলের খেলা বলে মন্তব্য করেন জেটলি।
গতকাল আয়ারের মন্তব্যের জবাবে মোদী নিজেই মুখ খুলে গুজরাতের সকলের অপমানের শাস্তি পাবে বলে মন্তব্য করেন। বলেন, গুজরাতের মানুষ ১৮ ডিসেম্বর বদলা নেবেন। তাঁরা 'নীচ' মন্তব্যের সমুচিত শিক্ষা দেবেন আপনাদের।
প্রধানমন্ত্রীর পদকে সম্মান করে কংগ্রেস, মণিশঙ্করকে সাসপেনশন প্রসঙ্গে জানালেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 05:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -