সনিয়া কীভাবে ভারতের নাগরিকত্ব পেলেন? তথ্য জানার অধিকার আইনে আবেদন, স্বরাষ্ট্রমন্ত্রককে জবাব দিতে বলল কমিশন
Web Desk, ABP Ananda | 04 Jul 2017 05:42 PM (IST)
নয়াদিল্লি: তথ্য জানার অধিকার আইনে সনিয়া গাঁধী সহ বেশ কয়েকজন সম্পর্কে তথ্য চেয়ে দায়ের করা আবেদনের জবাব দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনার আর কে মাথুর। উজ্জ্বয়িনীর এক ব্যক্তি বিদেশমন্ত্রকের কাছে কংগ্রেস সভানেত্রী সহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক কীভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, সেই সংক্রান্ত তথ্য চান। সনিয়ার নাগরিকত্ব পাওয়ার আবেদনপত্র, তার স্বপক্ষে দেওয়া যাবতীয় নথিপত্রের সার্টিফায়েড কপি, বিজ্ঞপ্তি, নির্দেশাবলী, চিঠিপত্র, ভেরিফিকেশন প্রক্রিয়ার নোটশিট, সব কিছু চেয়েছিলেন তিনি। বিদেশমন্ত্রক তাঁর আবেদনটি পাঠিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু তারা কোনও জবাব দেয়নি। কেন্দ্রীয় তথ্য কমিশনার বলেছেন, রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও জবাবই আসেনি। তথ্য কমিশনের মত, এই নির্দেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে জবাব দেওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রকের। পরবর্তী শুনানির দিন মন্ত্রকের পাবলিক ইনফর্মেশন অফিসারকেও হাজিরা দিতে বলেছেন তিনি।