নয়াদিল্লি: নির্ধারিত কর এবং ৫০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার জন্য প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’-য় সেভাবে সাড়া পাওয়া গেল না। এখনও পর্যন্ত স্বেচ্ছায় মাত্র ৫ হাজার কোটি টাকা হিসাব বহির্ভূত আয়ের কথা ঘোষণা করা হয়েছে। রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া এই তথ্য দিয়েছেন। তাঁর মতে, স্বেচ্ছায় আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকা ঘোষণা কম হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে। একটি হল, যে সময় এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়, সেই সময় মানুষ বিভিন্ন অ্যাকাউন্টে টাকা রাখতে ব্যস্ত ছিলেন। দ্বিতীয় কারণ হল কর ও জরিমানার হার।


গত বছরের ডিসেম্বরে কালো টাকার মালিকদের স্বেচ্ছায় নিজেদের হিসাব বহির্ভূত টাকা ঘোষণা করার সুযোগ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করে কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, গত অর্থবর্ষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা একমাত্র প্রকল্প ছিল না। গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আয় ঘোষণার প্রকল্প ছিল। সেই প্রকল্পে ৬৭,৩৮২ কোটি টাকা মূল্যের বেআইনি সম্পত্তি ঘোষিত হয়েছে। কালো টাকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে কেন্দ্র। সেই লড়াইয়ের অঙ্গ হিসেবেই এ বছরের মার্চ মাসের মধ্যে হিসাব বহির্ভূত টাকা ঘোষণার সুযোগ দিয়েছিল সরকার। কালো টাকার বিরুদ্ধে লড়াই চলবে।