এটিএম থেকে টাকা তোলার সীমা কিছুটা শিথিল হতে পারে ৩০ ডিসেম্বরের পর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2016 09:40 PM (IST)
নয়াদিল্লি: নোট বাতিলের পর এখনও দেশে নগদের সংকট কাটেনি। নতুন নোটের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও নোট ছাপার প্রক্রিয়া। এই অবস্থায় নতুন বছরেও ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বহাল থাকতে পারে। তবে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সীমা কিছুটা শিথিল করা হতে পারে বলে সূত্রের খবর। নোট বাতিল প্রক্রিয়ার প্রায় ৫০ দিনের সময়সীমা আর কয়েকদিনের মধ্যেই শেষ হচ্ছে। বেশিরভাগ ব্যাঙ্কারই সহমত যে, ব্যাঙ্কগুলিতে নিয়মিত কাজকর্ম বজায় রাখতে টাকা তোলার ঊর্দ্ধসীমা বহালই থাকতে পারে। কারণ, বর্তমানে টাকা তোলার ক্ষেত্রে সপ্তাহে যে সর্বোচ্চ ২৪ হাজার টাকা সীমা রয়েছে ,তাই-ই বিভিন্ন জায়গায় ব্যাঙ্কগুলি মেটাতে পারছে না। হাতে যে নগদ রয়েছে তার ভিত্তিতেই টাকা দেওয়া হচ্ছে। এই অবস্থায় ২ জানুয়ারি থেকে টাকা তোলার সীমা তুলে নেওয়া হলে নগদের জোগানের অভাবে ব্যাঙ্কগুলি গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে না। তাই ব্যাঙ্ক থেকে টাকা তোলার ওপর নিয়ন্ত্রণ আপাতত বহালই থাকছে। তবে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বর্তমানে এটিএম থেকে কোনও গ্রাহক দিনে সর্বোচ্চ ২,৫০০ টাকা করে তুলতে পারেন।