নয়াদিল্লি: রাজ্যে ভোটগ্রহণ শেষের পরের দিনই দিল্লি বোর্ডের ফলপ্রকাশ। ৬ মে, দুপুর ৩টেয় প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল। জানাল কাউন্সিল। এবার আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৪৮৬ জন এবং আইএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৪৫২ জন।

আইসিএসই শুরু হয়েছিল ২৯ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৩১ মার্চ। আইএসসি শুরু হয়েছিল ৮ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৮ এপ্রিল। এবার নির্ধারিত সময়ের ২ সপ্তাহ আগেই দুই পরীক্ষার ফলপ্রকাশ হচ্ছে।