এই জয় উন্নয়নের প্রতি মানুষের অবিচলিত আস্থার প্রতিফলন: রূপানি
ABP Ananda, web desk | 18 Dec 2017 06:20 PM (IST)
আহমেদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে উন্নয়নের প্রতি মানুষের অবিচল আস্থার প্রতিফলন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এখনও পর্যন্ত জয়ী ও এগিয়ে মিলে ৯৯ টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে ক্ষমতাসীন বিজেপি। রূপানির ট্যুইট, ‘এই জনাদেশ আমি বিনম্রতার সঙ্গে গ্রহণ করছি। মানুষ বিজেপির পক্ষেই ভোট দিয়েছে এবং সুশাসনের প্রতি পুণরায় আস্থা দেখিয়েছে’। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বর ভূয়সী প্রশংসা করেছেন রূপানি। ট্যুইটে রূপানি বলেছেন, ‘ধন্যবাদ গুজরাত। এটা গুজরাতের মানুষের জয়, উন্নয়ন, জাতপাতহীন ও নগদহীন সমাজের প্রতি অবিচলিত আস্থায় জয়। আমরা মানুষের আশীর্বাদ ধন্য। মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা আরও বেশি করার প্রতিশ্রুতি’। উল্লেখ্য, রাজকোট আসন থেকে ৫৪ হাজার ভোটে জয়ী হয়েছেন রূপানি। নিজের কেন্দ্রের ভোটারদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।