অমেঠি: প্রকাশ্য দিবালোকে প্রাক্তন সেনা অফিসারের বাড়িতে ঢুকে তাঁকে পিটিয়ে খুন করল আততীয়রা। ঘটনা উত্তরপ্রদেশের অমেঠির। চুরির প্রতিবাদ করতেই খুন হতে হল স্বামীকে, পুলিশের কাছে অভিযোগ দায়ের মৃত প্রাক্তন সেনা অফিসার আমানুল্লাহের স্ত্রীর। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী প্রাক্তন সেনা অফিসারের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এএসপি দয়ারাম পিটিআই-কে জানিয়েছেন, আমানুল্লাহর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, কয়েকজন তাঁদের বাড়ি সংলগ্ন একটি দোকানে চুরি করতে ঢুকেছিল। তখন আমানুল্লাহ বাধা দেন এবং পুলিশকে খবর দেওয়ার কথা বলেন। এরপরই আততায়ীরা তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়। বাবা-মা ছাড়া আর কেউ ছিল না বলেই জানিয়েছে প্রাক্তন সেনা অফিসারের ছেলে।
এই ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কড়া নিন্দা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢড়া। ট্যুইটে তিনি লিখেছেন, “রাজ্যের আইন শৃঙ্খলা আর সরকারের হাতে নেই। যখন অপরাধ সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা আমার বাড়ি অমেঠির ঘটনা। উত্তরপ্রদেশের সরকার কি আদৌ সমস্যা সমাধানের চেষ্টা করবে নাকি এখনও ঘুমোবে।”