লখনউ: সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছিলেন। সে সময় তাঁর দিকে চেয়ে একবার ঘেউ ঘেউ করে ওঠে একটি কুকুর। ওই একবারই। তারপরেই পিস্তল টেনে বার করে তার ওপর পরপর ৩বার গুলি চালালেন ওই ব্যক্তি।

যে রাজ্যে গবাদি পশুর ওপর নৃশংসতা বন্ধ করতে স্বয়ং মুখ্যমন্ত্রী সক্রিয়, সেই উত্তরপ্রদেশে নিরীহ প্রাণীর প্রতি এই অস্বাভাবিক নির্মমতা চমকে দিয়েছে সকলকে।

অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, থাকেন মোরাদাবাদে। শনিবার সন্ধেয় হাঁটতে বেরিয়েছিলেন। সে সময় রাস্তার এক কুকুর তাঁর দিকে তাকিয়ে একবার ডাকাতেই তাকে গুলি করে মেরে ফেলেন তিনি। জানোয়ারদের প্রতি নির্মমতা প্রতিরোধ আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এ দেশে এই সংক্রান্ত আইনের ফাঁকফোঁকরের সুযোগ নিয়ে জরিমানা দিয়েই ছাড়া পেয়ে যেতে পারেন তিনি।