উত্তরাখণ্ড: কথায় আছে শেখার কোনও বয়স হয় না। সিআরপিএফের ৭৯ বছরের এক অবসরপ্রাপ্ত সুবেদার-মেজর তা বাস্তবেও করে দেখালেন। হাইস্কুল পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেন তিনি।
উত্তরাখণ্ডের খাটিমা শহরের বাসিন্দা দানি রামের বহুদিনের ইচ্ছে ছিল, অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসেবে অবসর নেওয়া। কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করতে না পারায় সে ইচ্ছে পূরণ হয়নি তাঁর।
তিনি বলেছেন, মাধ্যমিকের পড়া সম্পূর্ণ করিনি। তাই অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট পদে প্রোমোশন হয়নি। পড়াশোনা সম্পূর্ণ না করায় পদোন্নতি ঘটেনি। ওই সময়ই আমি পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম। হাইস্কুলের পড়াশোনা এখন সম্পূর্ণ করেছি। তাই আমি খুশি। আমার মেয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে। এই বিষয়টিও আমাকে আমার শিক্ষা সম্পূর্ণ করতে অনুপ্রাণিত করেছে।



শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে দানি রাম বলেছেন, জীবনে সফল হতে প্রত্যেকের পড়াশোনা সম্পূর্ণ করা উচিত। তিনি বলেছেন, জ্ঞান থাকলে তবেই সফল হওয়া যায়। শিক্ষা জীবনে সাফল্যে এনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশকেও এগিয়ে নিয়ে যাবে।