পুরো বিষয়টিই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ওই প্রাক্তন সেনা জওয়ান কর্নেল দর্শণ ধিঁলো।
প্রসঙ্গত সম্প্রতি যে কোনও ইস্যুতে সেনাদের দৃষ্টান্ত দেখিয়ে দেশপ্রেমের বিষয়টি টেনে আনা একশ্রেণীর কাছে দ্স্তুর হয়ে উঠেছে। সেনা জওয়ানরা প্রতিকূল পরিস্থিতি কীভাবে সীমান্ত পাহারা দেয় তা তুলে ধরে দেশভক্তির নমুনা দেখান তাঁরা। সে অসহিষ্ণুতা নিয়ে বিতর্কই হোক বা নোট বাতিল। সেনা জওয়ানদের দৃষ্টান্ত দেখিয়ে বিরুদ্ধ পক্ষের মুখ বুজিয়ে দেওয়ার চেষ্টায় খামতি নেই। প্রধানমন্ত্রী নোট বাতিলের পর নগদের অভাবে দেশের মানুষ নাজেহাল। ব্যাঙ্ক ও এটিএমের সামনে লম্বা লাইন। অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মারাও গিয়েছেন। এ নিয়ে কেউ অভিযোগ তুললে জবাব এড়িয়ে সেনাদের দৃষ্টান্ত দেখানো হয়। এ ধরনের বক্তব্যের যে জবাব প্রাক্তন সেনা কর্মী দিলেন তা ফেসবুকে ইতিমধ্যেই কয়েক হাজার শেয়ার হয়েছে।