নাগপুর: দত্তক নেওয়া তিন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিন নাবালিকাকে কয়েক বছর আগে দত্তক নিয়েছিল ন্যাশনাল এনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মকসুদ আনসারি(৭২)। তিন নাবালিকার মধ্যে সবথেকে বড় যে, তার বয়স ১৬। পুলিশের কাছে সে-ই অভিযোগ দায়ের করেছে। মেয়েটি জানিয়েছে, সে যখন প্রথম শ্রেণিতে পড়ত, তখন থেকে তাকে যৌন হেনস্থা করে ওই বিজ্ঞানী। তাকে বিয়েও করতে চেয়েছিল আনসারি, এমনটাই দাবি মেয়েটির। তার এক বন্ধুর পরিবারের মাধ্যমে গোটা ঘটনা এক স্বেচ্ছাসেবী সংগঠনকে জানায় সে। অন্য দুই নাবালিকার বয়স ১১ এবং সাড়ে ৬। তাদেরও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানা গিয়েছে। তিনজনেরই অভিযোগ, এই কথা যাতে জানাজানি না হয়, তার জন্য নিয়মিত হুমকি দিত ওই বিজ্ঞানী।
পুলিশ জানিয়েছে, ধর্ষণ এবং শিশুদের যৌন হেনস্থার অভিযোগে আনসারিকে গ্রেফতার করা হয়েছে। আরও জানা গিয়েছে, দুবার বিয়ে করেছে আনসারি। দুই স্ত্রী-ই তার সঙ্গে থাকেন না। তার কোনও সন্তান হয়নি। এরপরই ওই তিন নাবালিকাকে দত্তক নেয় সে। তাদের পড়াশোনারও সমস্ত দায়িত্ব নেয় আনসারি। কিন্তু পুলিশ জানিয়েছে, তল্লাশিতে আনসারির বাড়ি থেকে দত্তক নেওয়ার কোনও আইনি বৈধ কাগজ মেলেনি।