ইন্দোর: তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে দ্রুত গ্রেফতারির কঠোর ধারা শিথিল করে সু্প্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের রিভিউ চেয়ে আগামী সপ্তাহে কেন্দ্র পিটিশন পেশ করতে পারে বলে জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যয়মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলত।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের নেতৃত্বে দলিত মন্ত্রী ও সাংসদরা শীর্ষ আদালতের তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার রোধ আইনের কঠোর ধারাগুলি শিথিল করে দেওয়া নির্দেশে আপত্তি জানিয়েছেন। সেই দলে ছিলেন গেহলতও। আজ তিনি সুপ্রিম কোর্টের রায়ের ফলে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, নির্যাতন বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ন্যয় বিচার প্রদান প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। পুলিশের ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারিতে বিলম্ব হতে পারে, যার জেরে নির্যাতিতদের ওপর নিগ্রহ বেড়ে যেতে পারে। আমার মন্ত্রক গুরুত্ব সহযোগে আলাপ আলোচনার পর কেন্দ্রীয় আইনমন্ত্রককে আবেদন করে, সুপ্রিম কোর্টের নির্দেশের পাল্টা রিভিউ পিটিশন দায়ের করা প্রয়োজন। আমি খুশি যে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সেই আবেদন মেনেছেন। রিভিউ পিটিশন পেশের ব্যাপারে আলোচনা করছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আইন মন্ত্রক ও অ্যাটর্নি জেনারেলের অফিস। মনে হয়, আবেদনটি তৈরি হয়ে যাবে আগামী তিন-চারদিনে। আগামী সপ্তাহে সেটি পেশ করার লক্ষ্যে এগব আমরা।
গেহলত জানান, প্রধানমন্ত্রী গতকাল দলিত প্রতিনিধিদলকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং তারপরই সরকার রিভিউ পিটিশন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, সরকারি অফিসারদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি দমনপীড়ন রোধ আইনের ব্যাপক অপব্যবহার চলছে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট গত ২০ মার্চ এক নির্দেশে জানিয়ে দেয়, সরকারি কর্মীকে গ্রেফতার করতে আগাম অনুমতি নিতে হবে তার নিয়োগকারী কর্তৃপক্ষের, আর অ-সরকারি ব্যক্তিকে গ্রেফতার করা যাবে এসএসপির সম্মতি পাওয়া গেলেই।