নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির ইস্যুতে বিবৃতি দিয়ে নিজের মত জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। সোমবার এল কে আডবাণী জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত খুশি এবং আগামী দিনে এই সিদ্ধান্ত দেশের ঐক্যকে সুদৃঢ় করবে।


বিজেপি-তে সবথেকে বেশিদিন দলের সভাপতিত্ব করা ৯২ বছরের এই প্রবীন নেতা জানিয়েছেন, সংবিধান থেকে ৩৭০ ধারা  বিলোপ হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে খুশি। জনসঙ্ঘের সময় থেকেই বিজেপি-র মূল লক্ষ্য ছিল সংবিধান থেকে এই ধারা বাতিল করা। প্রসঙ্গত, বিজেপি তৈরি হওয়ার প্রায় ৪ দশক পর নিজেদের লক্ষ্যে পৌঁছতে সফল হল গেরুয়া শিবির। এই সাফল্যে দলের দুই ‘চালক’ নরেন্দ্র মোদি ও অমিত শাহর উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন আডবাণী। বিবৃতিতে তিনি লিখেছেন, “এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি এবং একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখের শান্তি এবং উন্নতির প্রার্থনা করছি।”