মুম্বই: জালিয়াতি এবং ভুলভাল ওষুধ দেওয়ার অভিযোগ তুলে সুশান্ত সিং রাজপুতের দুই দিদির বিরুদ্ধে এফআইআর করেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রয়াত বলিউড অভিনেতার দুই দিদি প্রিয়ঙ্কা সিং এবং মিতু সিং সেই এফআইআর বাতিল করার আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আশঙ্কা, ভাইয়ের মৃত্যু মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁদের গ্রেফতার করতে পারে। যে কারণে তাঁরা আদালতের কাছে নিজেদের আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। সুশান্তের দুই দিদির আবেদন খারিজ করার জন্য এবার আদালতকে অনুরোধ করলেন রিয়া।


সুশান্তের দুই দিদির পক্ষে হাজির হয়ে আইনজীবী মাধব থোরাত আদালতকে জানান, যেহেতু সুশান্তের দিদিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তাই তাঁরা ইতিমধ্যে মামলার অভিযুক্ত। আর এ কারণেই তাঁরা ভয় করছেন, যে কোনও সময় তাঁদের গ্রেফতার করা হতে পারে। আবেদনে প্রিয়ঙ্কা ও মিতু অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়েছেন। তাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে যেন কোনো জোরাল পদক্ষেপ না নেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে রিয়া আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, সুশান্তের দুই দিদির বিরুদ্ধে তোলা অভিযোগ গুরুতর আর সেগুলোর প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। জালিয়াতি এবং সুশান্তকে ভুলভাল ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী।