মুম্বইয়ে অভিনব উদ্যোগ, অটোরিকশার গায়ে ১৫০ শিঙা লাগিয়ে হর্ন না বাজানোর আর্জি
Web Desk, ABP Ananda | 07 Apr 2018 05:07 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: রাস্তায় গাড়ি চালানোর সময় অযথা হর্ন বাজানো বন্ধ করার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে মুম্বইয়ের রাস্তায় চলছে একটি বিশেষ অটোরিকশা। সেই অটোয় লাগানো রয়েছে ১৫০টি শিঙা। আওয়াজ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, মহারাষ্ট্র পরিবহণ নিগম, অটোরিকশা চালকদের সংগঠন ও পুলিশ শব্দদূষণ বন্ধ করার জন্য এই উদ্যোগ নিয়েছে। লোকজন গাড়ি চালানোর সময় যাতে হর্ন না বাজান, ‘হর্নব্রত’-তে তারই প্রচার করা হচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিক সুমাইরা আবদুলালি জানিয়েছেন, ‘মুম্বইয়ের রাস্তায় প্রতি ঘণ্টায় অন্তত এক কোটি ৮০ লক্ষ বার হর্ন বাজানো হয়। এর ফলে যে কোনও মানুষের বিরক্তি চরম সীমা ছাড়িয়ে যায়। মানুষ যাতে গাড়ি চালানোর সময় হর্ন না বাজান, সেই শপথবাক্য পাঠ করানোর জন্যই এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।’ সুমাইরা আরও জানিয়েছেন, দক্ষিণ মু্ম্বইয়ের রাস্তাতেই সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে। স্বাভাবিকভাবে সেখানে হর্নও বেশি বাজানো হয়। তাই দক্ষিণ মু্ম্বইয়ের রাস্তাতেই চালানো হচ্ছে এই বিশেষ অটোরিকশা। মহারাষ্ট্রের পরিবহণ ও বন্দর বিভাগের প্রধান সচিব মনোজ সৌনিক জানিয়েছেন, ‘আমরা হর্নের বিরুদ্ধে এই প্রচারের সঙ্গে যুক্ত হয়েছি। মুম্বইয়ে শব্দদূষণ কমানো দরকার। আরও বেশি মানুষকে হর্ন বাজানো বন্ধ করতে হবে।’