মুম্বই :পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন নিয়ে রেলমন্ত্রী পীযূষ গয়াল ও মহারাষ্ট্রের উদ্ধব সরকারের বাকযুদ্ধ চলছে। উদ্ধব সরকারের অভিযোগ, আর্জি জানানো হলেও শ্রমিক স্পেশ্যাল ট্রেন দিচ্ছে না রেলওয়ে। অন্যদিকে, রেলমন্ত্রী যখন যাত্রীদের সম্পর্কে বিস্তারিত দিতে বলে তখন শিবসেনা বলে, এর কোনও প্রয়োজন নেই।
এবার বসই রোড-গোরখপুর শ্রমিক স্পেশ্যাল ট্রেনের পথ পরিবর্তন করে ওড়িশায় পাঠানো নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত রেলমন্ত্রীকে কটাক্ষ করেছেন। সোমবার তিনি বলেছেন, একটাই অনুরোধ, প্রবাসী শ্রমিকদের নিয়ে যাওয়ার ট্রেন ঘোষণা অনুযায়ী গন্তব্যে পৌঁছক।
উল্লেখ্য, উত্তরপ্রদেশগামী বসই রোড-গোরখপুর ট্রেন গত ২১ মে মহারাষ্ট্রের পালঘর থেকে ছেড়েছিল। কিন্তু যাত্রা পথে একাধিক ট্রেন থাকার কারণে ট্রেনটিকে ঘুরিয়ে ওড়িশার রাস্তায় পাঠানো হয়। প্রায় আড়াই দিন পর গোরখপুরে গন্তব্যে পৌঁছয় ওই ট্রেন। যদিও ট্রেনটির ২৫ ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল।
শ্রমিক স্পেশ্যাল ট্রেন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে রবিবার রাতে গয়াল বলেন, আমরা মহারাষ্ট্রকে ১২৫ বিশেষ ট্রেন দিতে প্রস্তুত। রেলমন্ত্রীর ট্যুইট- আপনারা জানিয়েছেন যে, আপনাদের কাছে সূচী প্রস্তুত রয়েছে। এজন্য আপনাদের সমস্ত তথ্য মধ্য রেলওয়ের ডিজি-কে জানানোর কথা বলা হচ্ছে- যেমন ট্রেন কোথা থেকে চলবে, ট্রেন অনুসারে যাত্রীর তালিকা, তাঁদের চিকিত্সার প্রমাণপত্র ও ট্রেন কোথায় যাবে- যাতে আমরা ট্রেনের সময়সূচী তৈরি করতে পারি।
গয়ালের এই ট্যুইটকে কটাক্ষ করে রাউতের পাল্টা ট্যুইট-মহারাষ্ট্র সরকার বাড়ি ফিরতে আগ্রহী শ্রমিকদের তালিকা দিয়েছে। আপনাদের শুধু অনুরোধ, পূর্ব ঘোষণা মতো ট্রেনগুলি যেন গন্তব্য স্টেশনে পৌঁছয়। শিবসেনার রাজ্যসভা সাংসদের তীর্যক মন্তব্য, গোরখপুরগামী ট্রেন তো ওড়িশা পৌঁছে গিয়েছিল।
যদিও এ ব্যাপারে মহারাষ্ট্র সরকারের অন্যতম শরিক এনসিপি-র সুর নরম। তাদের বক্তব্য, গয়াল ও রেলমন্ত্রক চাপে রয়েছে এবং তাদের প্রচেষ্টার প্রশংসা করা দরকার। রেলমন্ত্রী ইস্যুটি নিয়ে রাজনীতি করছেন বলে তাঁরা মনে করছেন কিনা, এই প্রশ্নের জবাবে এনসিপি নেতা প্রফুল পটেল বলেছেন, ওঁদের প্রচেষ্টার প্রশংসা করা দরকার। লোকে যাতে বাড়ি ফিরতে পারেন, সেজন্য ওঁরা চেষ্টা করছেন।
মহারাষ্ট্র থেকে ওড়িশা ঘুরে গোরখপুরগামী শ্রমিক স্পেশ্যাল ট্রেনের গন্তব্যে পৌঁছনো নিয়ে রেলমন্ত্রীকে কটাক্ষ শিবসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 06:03 PM (IST)
পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন নিয়ে রেলমন্ত্রী পিযূষ গয়াল ও মহারাষ্ট্রের উদ্ধব সরকারের বাকযুদ্ধ চলছে। উদ্ধব সরকারের অভিযোগ, আর্জি জানানো হলেও শ্রমিক স্পেশ্যাল ট্রেন দিচ্ছে না রেলওয়ে। অন্যদিকে, রেলমন্ত্রী যখন যাত্রীদের সম্পর্কে বিস্তারিত দিতে বলে তখন শিবসেনা বলে, এর কোনও প্রয়োজন নেই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -