নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় সাধ্বী প্রজ্ঞার উপর থেকে অভিযোগ তুলে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, তদন্তকারী সংস্থাগুলি স্বাধীনভাবেই কাজ করছে। ন্যায়বিচার হওয়া উচিত।
২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে প্রজ্ঞা সহ ৬ জনের উপর থেকে মকোকা আইনে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। লেফট্যানেন্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত সহ বাকি ১০ জন অভিযুক্তর বিরুদ্ধে অবশ্য মামলা বহাল রয়েছে।
তদন্ত শেষ হওয়ার পরেই প্রজ্ঞার উপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি রিজিজুর। তিনি ইউপিএ সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, নিজেদের স্বার্থেই ‘হিন্দু সন্ত্রাস’-এর কথা প্রচার করত ইউপিএ সরকার।
সাধ্বী প্রজ্ঞা ইস্যুতে হস্তক্ষেপ করেনি সরকার, দাবি রিজিজুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 01:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -