ইটানগর: খারাপ আবহাওয়ার জেরে অরুণাচল প্রদেশের ইটানগরের ছোট একটি মাঠে জরুরি পরিস্থিতিতে নামতে হল কিরেন রিজিজুর হেলিকপ্টারকে। তিনি ও তাঁর সাত সহযাত্রী, এমআই-১৭ হেলিকপ্টারের কর্মীরা, সকলেই সুরক্ষিত আছেন।
এদিন দুপুরে গুয়াহাটি থেকে অরুণাচলের জিরোর উদ্দেশে রওনা হওয়া হেলিকপ্টারটি গভীর কুয়াশা, তীব্র বর্ষণের মধ্যে পড়ে। চপার চালাচ্ছিলেন বিএসএফের যে পাইলটরা, তাঁরা প্রায় ১০ মিনিট ধরে ওড়ার পর একটি ছোট মাঠে চপারটি অবতরণ করেন।
জিরোতে স্থানীয় এক উত্সবে যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
হেলিকপ্টারের অবতরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটানগরের পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দারাও রিজিজু, বাকিদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
রিজিজু বলেন, আমার দারুণ সৌভাগ্য যে, নিরাপদে নামতে পেরেছি। বিএসএফের পাইলটরা দারুণ অভিজ্ঞতাসম্পন্ন। ওঁদের ধন্যবাদ দিচ্ছি।
ঘন কুয়াশা, প্রবল বৃষ্টি, ইটানগরে জরুরি অবতরণ রিজিজুর হেলিকপ্টারের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2017 06:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -