দলাই লামার অরুণাচল সফরে চিনা আপত্তি উড়িয়ে দিল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2017 04:53 PM (IST)
ছবি সৌজন্যে: দলাইলামা.কম
ইটানগর: আমরা চিনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাই না। চিনেরও উচিত, ভারতে কী হচ্ছে না হচ্ছে, সে নিয়ে মাথা না ঘামানো। দলাই লামার অরুণাচল প্রদেশ সফর উপলক্ষ্যে বেজিংয়ের আপত্তি এভাবেই অগ্রাহ্য করল দিল্লি। স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন এ কথা। আগামী সপ্তাহে তিব্বতি ধর্মগুরু দলাই লামার অরুণাচল প্রদেশ সফর। চিন হুঁশিয়ারি দিয়েছে, এই সফর বাস্তবায়িত হলে মারাত্মক প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কে। সে ব্যাপারে জানতে চাওয়া হলে রিজিজু বলেন, চিনে কী ঘটছে, তা নিয়ে ভারত কখনও মাথা ঘামায় না। চিনেরও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তাভাবনা না করা উচিত। মানুষের ইচ্ছেতেই দলাই লামা অরুণাচল যাচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। চিন দাবি করে আসছে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ, যে তিব্বত তারা সেনা পাঠিয়ে দখল করে রেখেছে। সেখানেই তিব্বতী ধর্মগুরুর সফরে তারা রীতিমত চিন্তিত। এ নিয়ে একমাসে দু’বার ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তারা।