স্কুলে যেতে পারেনি এক বছর, দশম শ্রেণীর পরীক্ষায় ৬৬.৪ শতাংশ নম্বর পেয়ে পাস মরাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী
ABP Ananda, web desk | 13 Jun 2017 07:01 PM (IST)
মুম্বই: ‘লাইট, ক্যামেরা, অ্যাকশনে’র দুনিয়ার মতো ‘ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি’-তেও সমান স্বচ্ছন্দ রিঙ্কু রাজগুরু। প্রায় এক বছর স্কুলে যেতে পারেনি মরাঠি সিনেমার এই নবাগত কিশোরী তারকা। কিন্তু তাতে হয়েছেটা কী! জনপ্রিয়তার মাতামাতি, বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকার মতো ঝক্কি সামলেও মহারাষ্ট্র বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় দারুন ফল করল মরাঠি ব্লকবাস্টার ‘সৈরাত’ সিনেমার অভিনেত্রী রিঙ্কু। ৬৬.৪ শতাংশ নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মহারাষ্ট্রের ঘরে ঘরে নাম ছড়িয়ে পড়া অভিনেত্রী। ইংরেজিতে রিঙ্কুর নম্বর ১০০-র মধ্যে ৫৯। ‘সৈরাত’ সিনেমায় রিঙ্কু অভিনীত চরিত্র অর্চির মুখে ছিল- ‘ডিড ইউ গেট ইট’ বা ‘শ্যুড আই ট্রানস্লেট ইট ইনটু ইংলিশ’-এর মতো ইংরেজি সংলাপ। গত বছর মুক্তি পেয়েছিল ‘সৈরাত’। প্রথম মরাঠি সিনেমা হিসেবে ১০০ কোটির ব্যবসা করা সিনেমাটি জনপ্রিয় হয় মহারাষ্ট্রের বাইরেও। খ্যাতির বিড়ম্বনায়নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন স্কুলে যেতে পারেনি রিঙ্কু। সোলাপুর জেলার আকলুজের স্কুলে সেদিন ছিল সংবাদমাধ্যম ও অনুরাগীদের ভিড় । সিনেমার বিভিন্ন প্রোমোশনাল অনুষ্ঠান, জনপ্রিয় টেলিভিশন শো-তে তাকে থাকতে হয়েছিল। এরই মধ্যে গত বছরের জুনে স্কুলে গিয়েছিল রিঙ্কু। তারপর থেকে আর স্কুলে যেতে পারেনি সে। এরইমধ্য পরীক্ষার জন্য তৈরি হয়েছে রিঙ্কু। পরীক্ষার সময় রিঙ্কু জানিয়েছিল, পুরো সিলেবাসটা সে দেড়মাসের মধ্যে শেষ করেছে। এটা খুব একটা কঠিন কাজ নয় বলেই সে জানিয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও তার নাম বিশেষভাবে ঘোষিত হয়েছিল। এরপর সে তার স্কুল জিজামাতা কান্য প্রশালায় নবম শ্রেণীর পরীক্ষায় বসেছিল এবং ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল।