লখনউ: মুসলিমদের কবরস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে সাক্ষী মহারাজ। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি বিরোধীদের।
খবরে প্রকাশ, সম্প্রতি, উত্তরপ্রদেশে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাক্ষী দাবি তোলেন, দেশে কবরস্থানের জন্য এত জমি না থাকায় মুসলিমদের উচিত দেহ দাহ করা। এমনকী, দেশে নতুন কবরস্থান তৈরি করা বন্ধ করতে একটি আইন প্রণয়নের দাবিও তোলেন তিনি।
বিজেপি সাংসদ বলেন, দেশে ২০ কোটি মুসলিম বাস করেন। তাঁদের মৃত্যুর পর দেহ সমাধিস্থ করার জন্য প্রচুর পরিমাণ জমির প্রয়োজন।। তিনি যোগ করেন, দেশে প্রায় ২ থেকে আড়াই কোটি হিন্দু সন্ত রয়েছে। তাঁদের সকলের নামে সৌধ খাঁড়া করার জমি দেওয়া দরকার। সেখানেও জমি লাগবে। তাঁর প্রশ্ন, দেশে এত জমি কোথায়?
চলতি মাসের গোড়ায় ফতেপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, শ্মশান হোক বা কবরস্থান—জমি বরাদ্দের বিষয়ে কোনও পক্ষপাতিত্ব করা উচিত নয়। সকলকেই সমান জমি দেওয়া ভাল। এই প্রেক্ষিতেই সাক্ষী মহারাজের যুক্তি, কাউকেই সমাধিস্থ করার প্রয়োজন নেই। দেহ দাহ করলে জমির সমস্যা সমাধান হবে।
সাক্ষীর এহেন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেন, সাক্ষী একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর চরিত্র ভাল নয়। ওঁর বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। একইসুরে আক্রমণ করেছে বামেরাও। সাক্ষীর মন্তব্যকে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বলে অভিযোগ করেন সিপিআই নেতা ডি রাজা। তাঁর দাবি, নির্বাচন কমিশনের উচিত এই প্রসঙ্গে কঠোর ব্যবস্থাগ্রহণ করা।