পটনা: রাহুল গাঁধীর সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন, তাঁর সভায় কাউকে চোখ টিপে দেওয়ার নিন্দা করার পর (আরজেডি)দলীয় মুখপাত্র শঙ্কর চরণ ত্রিপাঠীকে বহিষ্কার করল লালুপ্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল। দলের জাতীয় সাধারণ সম্পাদক এস এম কামার আলম জানান, ‘দলবিরোধী কার্যকলাপে’ ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হল। আলম এক বিবৃতিতে বলেন, ত্রিপাঠীর দলের প্রাথমিক সদস্যপদ বাতিল হয়েছে, তাঁকে যাবতীয় দায়দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল ত্রিপাঠী কটাক্ষ করেন, কংগ্রেস সভাপতি নিজেকে আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন, কিন্তু ২০ জুলাই তিনি ছেলেমানুষের মতো আচরণ করেছেন সংসদে, প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেছেন, চোখ টিপেছেন কারও দিকে। তাঁর কাছে এটা প্রত্যাশিত নয়।

কিন্তু আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব ট্যুইট করে সেদিনের ‘চমত্কার ভাষণে’র জন্য রাহুলের প্রশংসা করেন।
২০১৭-র ৪ নভেম্বর ত্রিপাঠীকে জাতীয় মুখপাত্র পদে বসিয়েছিলেন লালু।