পটনা: ফের শাসক দলের এক বিধায়কের পুত্রের ‘দাদাগিরির’ সাক্ষী থাকল বিহার। রাস্তায় গাড়ি চালানো নিয়ে বচসার জেরে এক যুবককে ছুরি মারার অভিযোগ উঠল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক বীরেন্দ্র সিনহার পুত্র কুণালের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিধায়ক ও তাঁর পুত্র যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, গোটা ঘটনাটাই চক্রান্ত।


আক্রান্ত যুবক পিন্টু কুমার বলেছেন, শুক্রবার রাতে ঔরঙ্গাবাদে এই ঘটনা ঘটে। বিধায়ক পুত্র গাড়ি নিয়ে তাঁর গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যেতে চাইছিলেন। বাবার পরিচয় দিয়ে তিনি নিজের ইচ্ছামতো গাড়ি চালানোর চেষ্টা করছিলেন। তাঁর দাবি ছিল, যেহেতু তাঁর বাবা বিধায়ক, তাই তিনি যা বলবেন, অন্যদের সেভাবেই চলতে হবে। কিন্তু পিন্টু প্রতিবাদ করায় তাঁকে ছুরি মারেন কুণাল।

বিধায়ক অবশ্য পাল্টা বলেছেন, পিন্টুর বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে। তিনি কুণালকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর গাড়ি অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছিলেন। কুণালের কোনও দোষ নেই। তিনি পিন্টুকে ছুরি মারেননি। প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করলেই আসল ঘটনা জানা যাবে।

গ্রেফতার হওয়ার পরেও দোষ স্বীকার করার বদলে পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন কুণাল। তাঁর দাবি, তিনি পিন্টুকে ছুরি মারেননি।

এর আগে একাধিকবার বিহারে আরজেডি বিধায়ক এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধর করার অভিযোগ উঠেছে। গত মাসেই সহর্ষের বিধায়ক অরুণ কুমার যাদব এবং তাঁর দুই পুত্র অমরেন্দ্র ও গৌতমের বিরুদ্ধে তফশিলী জাতির বেশ কয়েকজন নির্মাণকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল। এবার কুণালের এই কাণ্ড বিহারের আইন-শৃঙ্খলার অবনতিকে ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।