নয়াদিল্লি: নীতীশ কুমারের নেতৃত্বাধীন নতুন জেডিইউ-এনডিএ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে লালুপ্রসাদ যাদবের আরজেডি।
মহাজোটের অন্যতম সহযোগীর দাবি, যেভাবে রাজ্যপাল জেডিইউ-এনডিএ জোটকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তা অনুচিত। একইসঙ্গে তারা মানুষের রায় ‘চুরি’ করার অভিযোগ তোলে নীতীশের বিরুদ্ধে।
এদিন আরজেডি মুখপাত্র মনোজ ঝা বলেন, আমরা আদালতের দ্বারস্থ হব। জনতার আদালতে যাব। মানুষকে জানাব, এই দুই দল কী ধরনের (নোংরা) রাজনীতি করেছে।
এদিন নীতীশ কুমারকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ জানিয়ে ঝা বলেন, সাহস থাকলে উনি দলিত,মহাদলিত ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি অধ্যুষিত অঞ্চলে এসে জনসভা করে দেখান। সেখানে তিনি মানুষের রোষে পড়বেন।
ঝা যোগ করেন, প্রত্যেক জনাদেশের একটা চরিত্র থাকে। বিহারে, দলিত, সংখ্যালঘু ও উচ্চবর্ণের একাংশ মহাজোটের পক্ষে ভোট দিয়েছিলেন। এখন, এনডিএ-র সঙ্গে জোট করে সেই চরিত্র ভেঙেছেন নীতীশ।
ঝা-র দাবি, বিহারের মানুষ, বিশেষকরে যুবসম্প্রদায় নিজেদের প্রতারিত বলে মনে করছেন। শুধু তাই নয়, জেডিইউ-এনডিএ জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর ফলে সুপ্রিম কোর্টের মর্যাদাহানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঝা বলেন, নিয়মানুসারে, সবচেয়ে বড় একক বৃহত্তম দলকে প্রথমে সরকার গঠনের জন্য আহ্বান করা উচিত। কিন্তু এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। পাশাপাশি, নীতীশ কুমারকেও আক্রমণ করেন ঝা। বলেন, গত এক বছর ধরে তিনি নাগপুর (আরএসএস-এর সদর) থেকে পরিচালিত হয়েছেন।